স্ক্রিন প্রিন্ট ট্রেনিং | আমরা শেখাচ্ছি হাতে কলমে স্ক্রিন প্রিন্ট (10th Batch-এ ভর্তি চলছে)

আপনি কিভাবে Friends Computer এর কাছ থেকে স্ক্রিনপ্রিন্ট ট্রেনিং নেবেন, জানতে পুরো লেখা পড়ুন।

screen printing training
screen printing training


আমার এই পোস্ট মাধ্যমে আপনি জানতে পারবেন স্ক্রিন প্রিন্ট ট্রেনিং এর মাধ্যমে আপনাকে কি কি শেখানো হবে তাছাড়া আপনি আমাদের এই ট্রেনিং সেন্টারে কিভাবে আসবেন । তাই আমার এই ব্লগটি পুরোটা পড়ার অনুরোধ রইল ।

আপনারা সবাই জানেন যে আমি এর আগেও স্ক্রিন প্রিন্টিং ট্রেনিং করিয়েছি। আপনি চাইলে আগের ট্রেনিং করা ভিডিও ও তাদের ট্রেনিং সম্পর্কে তাদের ফিডব্যাক দেখতে পারেন। 

প্রথম ব্যাচ - https://www.youtube.com/watch?v=qM6RdD0KXWg

দ্বিতীয় ব্যাচ- https://www.youtube.com/watch?v=ui3ilIq-4p4

তৃতীয় ব্যাচ-  https://youtu.be/qHBIow-uPMM

চতুর্থ ব্যাচ- https://youtu.be/kxvSS4zXzO8

পঞ্চম ব্যাচ - https://youtu.be/jraUDy_QFXM

ষষ্ঠ ব্যাচ- https://youtu.be/wYpU9jSKsag

সপ্তম ব্যাচ- ব্যাক আপ না থাকায়, আপলোড করা হয়নি।

অষ্টম ব্যাচ- https://youtu.be/Iezr-L1lQPM


আসলে স্ক্রিন প্রিন্ট একটি বহু পুরনো প্রিন্টিং পদ্ধতি । এই ব্যবসাটি অতীতে প্রচন্ড লাভবান ছিল বর্তমানে লাভবান ও ভবিষ্যৎ লাভবান থাকবে ।

আমাদের এই স্ক্রিন প্রিন্টিং ট্রেনিং এর মাধ্যমে আপনাদেরকে শেখানো হবে স্ক্রিনপ্রিন্ট সম্বন্ধে সমস্ত কাজ।

স্ক্রিন প্রিন্টিং ব্যবসা শুরু করতে হলে আমাদের কত টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করতে হবে ।এবং আমাদের এই স্ক্রিন প্রিন্টিং ব্যবসা শুরু করতে হলে আমাদের কি কি যন্ত্রাংশ প্রয়োজন হবে ।

আমরা আপনাদের শেখাব স্ক্রিন প্রিন্ট এর মাধ্যমে কিভাবে নন ওভেন ব্যাগ প্রিন্ট করবেন বিয়ের কার্ড প্রিন্ট করবেন হালখাতার কার্ড প্রিন্ট করবেন প্লাস্টিক ক্যারি ব্যাগ প্রিন্ট করবেন । স্ক্রীন স্ক্রিন প্রিন্টিং এ কোন কোন রং ব্যবহার করা হয় ।

আপনাদের আরো শেখানো হবে স্ক্রিন প্রিন্টিং এর কিছু লুকোনোর ইউনিক কৌশল। যা এর আগে আপনারা কখনো শোনেননি ও দেখেনওনি।

আমি আমার বিশ্বাস থেকে বলতে পারি আপনারা আমাদের কাছে কাজ শিখে নিরাশ হবেন না ।

 Friends Computer এর কাছে স্ক্রিনপ্রিন্টিং ট্রেনিং কেন নেব?


উত্তরঃ আমাদের দীর্ঘ ৮ বছরের অভিজ্ঞতা। 

👉 আমরা স্ক্রিনপ্রিন্ট হাতে কলমে  শিখিয়ে 8 টা ব্যাচ থেকে প্রায় 80 জন কে ইনকামের সোর্স খুজে দিয়েছি। তারা এখন নিজে কাজ করছে।

👉 অনলাইনে অনেক কে হেল্প করেছি, আমার youtube video কমেন্ট দেখলে বুঝতে পারবেন, তাদের মতামত গুলি।

👉 আমাদের স্ক্রিনপ্রিন্টিং শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ আধুনিক। 

👉 আমরা যুগের সাথে তাল মিলিয়ে স্ক্রিনপ্রিন্ট  ট্রেনিং টা এগিয়ে নিয়ে চলেছি।

👉 স্ক্রিনপ্রিন্ট উপকরণ নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া।

👉 মেশ কাপড় নিয়ে অ্যাডভান্স আলোচনা।

👉 স্ক্রিনপ্রিন্ট কাজে যে সব রঙ ব্যবহার করা হয়।

👉 স্ক্রিনপ্রিন্ট ব্যবসায় লাভের পরিমাণ কেমন।

👉 স্ক্রিনপ্রিন্ট এর বর্তমান বাজার চাহিদা কেমন।

👉 আপনি কেন স্ক্রিনপ্রিন্ট শিখবেন, সেটা বুঝে উঠা।

👉 স্ক্রিনপ্রিন্ট এর বিকল্প কি কিছু আছে?

👉 টিসার্ট প্রিন্টিং ব্যবসায় স্ক্রিনপ্রিন্টিং এর ভূমিকা কত টা।

👉 স্ক্রিনপ্রিন্ট শিখে বাজার ক্যাপচার কি ভাবে করবেন।

👉 কিভাবে নিজের কাজ (প্রিন্ট) কে সবার থেকে উন্নত ও হাই কুয়ালিটি করবেন।

আরো অনেক কিছু জানতে পারবেন। বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিজে হাতে ধরে কাজ শেখানো।

আমাদের কাছে ট্রেনিং নিয়েই যে শেষ, এমন টা নয়। ট্রেনিং এর পর আপনাদের জন্য থাকবে lifetime whats app support group. যেকনো সমস্যায় আমি আছি। ফোন কল, ভিডিও কল, টেক্সট চ্যাট ইত্যাদি।
দশম ব্যাচের ফাইনাল ট্রেনিং তারিখ 
------will be announced soon-----

ট্রেনিং এ অ্যাডমিশন হতে গেলে আপনাকে ৫০০/- টাকা অগ্রীম জমা করতে হবে।
পেমেন্ট করার জন্য UPI- 9641181960@ybl (Tousif Alam)
fystn@ybl (Friends Computer) 
অথবা নিচের QR কোড স্ক্যান করে পেমেন্ট করুন।


পেমেন্ট করে স্ক্রিনশট হোয়াটস অ্যাপ করুন। 

( গ্রুপ লিঙ্ক নিচে দেওয়া আছে ) 

আমাদের ট্রেনিং মূলত দুই দিনের অর্থাৎ দুই দিন ও এক রাত্রি । যেহেতু আমাদের ট্রেনিংটি দুদিন একরাত্রি তাই আপনাদের আমাদের ট্রেনিং সেন্টারে থাকা-খাওয়া ব্যবস্থা রয়েছে ।

** ট্রেনিং সেন্টারে সকাল ১০ টাই আসার চেস্টা করতে হবে।

আমাদের ট্রেনিং/কোর্স ফিঃ ২৫০০/- (থাকা, খাওয়া ফ্রি)


দুদিন থাকার জন্য আপনি প্রয়োজনিয় জিনিস নিতে পারেন যেমন- এক্সট্রা প্যান্ট, লুংগী, গামছা, চাদর (আপনার প্রয়োজন মতে)। 

এবার আপনি আমাদের ট্রেনিং সেন্টারে কিভাবে আসবেন দেখে নিন।

আপনি যদি মুর্শিদাবাদ জেলা থেকে আসেন তাহলে আপনি বহরমপুর বাস স্ট্যান্ড থেকে ডোমকল-ইসলামপুর গামী বাসে চেপে দৌলতাবাদ নামুন। বহরমপুর থেকে দৌলতাবাদ এর দূরত্ব ১৫ কিমি। সময় লাগবে ৩০ মিনিট।

আপনি যদি ট্রেনে করে উত্তরবঙ্গের দিক থকে আসেন তাহলে আপনি "হাওড়া - খাগড়া ঘাট" লাইনের ট্রেনে করে খাগড়াঘাট স্টেশনে নামুন। স্টেশন থেকে বহরমপুর বাসস্টপে আসুন টোটো/অটো করে ভাড়া ১০ টাকা। এবার আপনি বহরমপুর বাস স্ট্যান্ড থেকে ডোমকল-ইসলামপুর গামী বাসে চেপে দৌলতাবাদ নামুন। বহরমপুর থেকে দৌলতাবাদ এর দূরত্ব ১৫ কিমি। সময় লাগবে ৩০ মিনিট।

Station Name in English- Howrah to Khagraghat Road
Station Code: HWH to KGLE

এবার আপনি যদি শিয়ালদহ থেকে আসেন তাহলে আপনি শিয়ালদহ থেকে বহরমপুর কোর্ট স্টেশন এ নামুন। স্টেশন থেকে বহরমপুর বাসস্টপে আসুন টোটো করে ভাড়া ১০ টাকা। এবার আপনি বহরমপুর বাস স্ট্যান্ড থেকে ডোমকল-ইসলামপুর গামী বাসে চেপে দৌলতাবাদ নামুন। বহরমপুর থেকে দৌলতাবাদ এর দূরত্ব ১৫ কিমি। সময় লাগবে ৩০ মিনিট।

Station Name in English- Sealdah to Berhampore Court 
Station Code: SDAH to BPC

ট্রেনের টাইম টেবিল জানতে এই অ্যাপ টা ব্যাবহার করতে পারেন- ছবিতে ক্লিক করলে ডাউলোড লিঙ্ক পেয়ে যাবেন।



এককথায় আপনি যেখান থেকেই আসুন না কেন, আপনি বহরমপুর এ নেমে বাস চেঞ্জ করে দৌলতাবাদ আসতে হবে আপনাকে।

প্রয়োজনে ফোন অথবা হোয়াটস অ্যাপ করুন- 9641181960

ট্রেনিং সেন্টার সংলগ্ন গুগুল ম্যাপ লোকেশন-

Click


Click

এই দুটি লোকেশনের ২০০ মিটারের মধ্য ট্রেনিং সেন্টার অবস্থিত।


একথা বলা বহুল্ল যে, দেখবেন বাসের কন্ডাক্টর "দৌলতাবাদ" কে "দোলতেবাজার" উচ্চারন করে। সুতরাং, দৌলতাবাদ আর দোলতেবাজার একিই জায়গা।

দৌলতাবাদে দুটো বাস স্টপ। 
১. "দৌলতাবাদ থানার মোড়"
২. "দৌলতাবাদ বাজার" (বা দৌলতাবাদ)

আপনি যদি দৌলতাবাদ থানার মোড়ে নামতে পারেন তাহলে খুবিই ভালো হয়। কেননা এই বাসস্টপ থেকে আমার ট্রেনিং সেন্টার দেখা যায়।

যদি নামতে না পারেন তাহলে দৌলতাবাদ বাজার এ নামবেন। নেমে আপনাকে পিছনে ৮০০ মিটার মত পিছনে  আসতে হবে। মানে থানার মোড় থেকে বাজার এর দুরত্ব ৮০০ মিটার।

আশা করি এতো ডিটেলস্‌ দেওয়ার পর আর ট্রেনিং সেন্টারে আসার অসুবিধা হবে না।



স্ক্রিন প্রিন্টিং ট্রেনিং এ আগ্রহীরা নিচের ছবিতে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে জান।👇👇👇




অথবা আমাকে ডিরেক্ট ম্যাসেজ করুন- এখানে ক্লিক করুন



সবার যাত্রা শুভ হোক। 



1 Comments

  1. Anonymous19:03

    আমি অবশ্যই যাবো ইনশাল্লাহ

    ReplyDelete
Previous Post Next Post